|
---|
আর এ মণ্ডল,পাত্রসায়ের : বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কাঁটাদিঘী গ্রামের কাঁটাদিঘী খলিলিয়া মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত “মসজিদ-এ খলিলিয়া”-য় ১৯ মে অনুষ্ঠিত হল হজ্জ বিষয়ে এক প্রশিক্ষণ শিবির। যার আয়োজক ও ব্যবস্থাপনায় ছিলেন বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দ এর সাধারণ সম্পাদক হাফিজ আকিল আহমাদ এবং সহযোগিতায় হাফিজ রশিদ আহমাদ। প্রশিক্ষক ছিলেন মুফতি নিয়ামত উল্লাহ সাহেব এবং প্রশিক্ষণ গ্রহণ করেন সেখ সামসুজ্জোহা,ডাক্তার ইমামুল হক মিদ্যা,কদর আলি হাজারি ও হাফিজ মুহাম্মাদ আহমাদ প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপস্থিত বিশিষ্টদের একটি করে ব্যাগ হাদিয়া স্বরূপ দেওয়া হয়।