|
---|
নিজস্ব সংবাদদাতা :কলকাতা,ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হজ্ব উপলক্ষে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র আরব দেশের মক্কা-মদিনায় উপস্থিত হন। ধর্মীয় রীতিনীতি মেনে নির্ধারিত সূচী মতো প&&&বিত্র হজ্ব সম্পন্ন হয়েছে।প্রতিবছরের ন্যায় এবারও হাজীদের পরিষেবায় কোন কোনপ্রকার খামতি যাতে না হয় সে বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে। দফায় দফায় প্রস্তুতি বৈঠকের পাশাপাশি হজ হাউস সহ এয়ারপোর্ট পরিদর্শন এবং রাজ্যের কোনায় কোনায় হজ প্রশিক্ষণ শিবির একাধিকবার অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য চলতি বছর ১৬ মে থেকে পবিত্র হাজী সাহেবদের নিয়ে হজ্বের প্রথম উড়াল কলকাতা বিমানবন্দর থেকে রহনা দিয়েছিল। হাজী সাহেবদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে উক্ত দিনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম মুখ কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ বিশিষ্টজনরা।
উপলক্ষ্যে চলতি মাসের ২৮ তারিখ আরব থেকে প্রথম উড়ান কলকাতা বিমানবন্দরে পৌঁছাবে। সেই উপলক্ষে
নিউ টাউন এর মদিনাতুল হুজ্জাজ হজ হাউসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বিমানবন্দর পরিদর্শন করে।পঃবঃ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম সকলকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান,দপ্তরের সচিব জিএইচ ওবাইদুর রহমান, বিশেষ শাকিল আহমেদ,হজের নিয়মিত কার্যনির্বাহী আধিকারিক মোঃ নকি পবিত্র হজ মোবারক সম্পন্ন করতে আরব দেশে আছেন তার জায়গায় অস্থায়ী কার্যনির্বাহী আধিকারিক সাহিদ আলম, বিধাননগরের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা তৌসিফ আজহার,হজ্ব সেবক হাজী একেএম ফারহাদ,কুতুবুদ্দিন তরফদার,সেখ সাজাহান, আলহাজ্ব রাকিবুল আজিজ, উঃ চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ণিমা দে,সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
হজ্ব কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য হজ্ব কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে।সদস্য কুতুবুদ্দিন তরফদার বলেন হাজী সাহেবদের পরিষেবায় আমরা সেবক হিসেবে সর্বদা সজাগ দৃষ্টিতে কাজ পরিচালনা করে চলেছি। হজ্ব সেবক হাজী ফারহাদ বলেন হাজী সাহেবরা পবিত্র মানুষ, আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্ৰীব হয়ে আছি। পবিত্র মানুষদের ছোঁয়া পেতে ফিরতি উড়ানের প্রথম দিন বিমানবন্দরে উপস্থিত থাকবেন সম্প্রীতির মুখ জনাব ফিরহাদ হাকিম।