|
---|
নিজস্ব সংবাদদাতা: ২৪শে জুলাই থেকে হাজ্ব যাত্রা শুরু হয়৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজীরা রাজারহাট নিউটাউনে মদিনাতুল হুজ্জাজে৷ হাজীদের থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থপনা করনে সংখ্যালঘু দপ্তর ও রাজ্য হজ্ব কমিটি৷ পতাকা শিল্পোগোষ্ঠি থেকে প্রত্যেক হাজীদের হাতে একটি ব্যাগ, হজ্বগাইড বই,হ্যাণ্ড ওয়াস,নামাজ পাটি,তসবী দানা, উপহার দেওয়া হ়য়৷ হাজীদের হাতে ব্যাগ তুলে দিচ্ছেন পতাকা শিল্পো গোষ্ঠির আধিকারিক আবু মত্তালেব মোল্লা, আলহাজ্ব সাইদুল খান৷ উপস্থিত এমদাদুল হক নূর, বাবু ভাই,মহ সেলিম,মহ ফিরোজ, রফিকউদ্দিন মণ্ডল৷ ছবি আজহার৷