মহা সমারোহে মহানবী হজরত মহম্মদের(সঃ) জন্ম ও মৃত্যু দিবস পালিত চাঁচল মহকুমায়

উজির আলী, নতুনগতি, চাঁচল:সারাদেশের সঙ্গে চাঁচোল মহকুমায় মহাসমারোহে পালিত হল বিশ্বনবীর জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটিকে সামনে রেখে ধর্মপ্রান মুসলিমরা রবিবার সকাল থেকেই বিশাল শোভাযাত্রার বের করে। গোটা চাচোল মহকুমা জুড়ে পরিক্রমা করে মুমিনরা। হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর, ছত্রক
গাংনদীয়া,বেজপুরা কনুয়া ইশাদপুর, ভিঙ্গোল,খোকড়া,লসকরপুর,সালালপুর
,ইসলামপুর,বেজপুরা ধর্মপ্রান মুসলিমরা সারা হরিশ্চন্দ্রপুর জুড়ে শান্তি বার্তা সহ শোভাযাত্রা করেন।
পাশাপাশি রতুয়া,বাহারাল,ভাদো চাঁদমুনিতে শোভাযাত্রা ও ইসলামিক সভা করেন মুসলিমরা।

এদিকে চাঁচলের আশাপুর,কলিগ্রাম,মালতিপুর জালালপুর চাঁচল এলাকার বহু মাদ্রাসার ছাত্ররা জমায়েত হন চাঁচল নূরী জামে মসজিদে। শোভাযাত্রার মাধ্যমে গোটো চাঁচল শহর পরিক্রমা করে এদিন মুসলিমরা। এই শোভাযাত্রায় অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ বলে দাবী তাদের। নুরি জামে মসজিদের সম্পাদক মোজাম্মেল হক জানান, আমরা প্রতিবারই বিশ্ব নবীর জন্ম দিবস পালন করি। এবারও আমরা মসজিদ চত্বরে একটি ইসলামিক সভা করেছি। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে সিন্নি তুলে দেওয়া হয়েছে। এদিন চাঁচল পুলিশ মিলাদুন নবীর জুলুসে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে বলে জানান কমিটি।
তবে চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া, বাহারাবাদ,খাঁনপুর,কাজিপাড়া,বলরামপুর,যদুপুর পৃথকভাবে যাত্রা করেন। আশাপুর থেকে চন্দ্রপাড়া মাদ্রাসায় শোভাযাত্রা সমাপ্তি ঘটে। মাদ্রাসা কমিটির নিষেধাজ্ঞা ছিল মিছিলে বাজি পটকা না ফোটানো, গুজব না রটানোর বার্তা।