|
---|
রাজেশ শাসমল,হলদিয়া পূর্ব মেদিনীপুর। অরণ্য সপ্তাহে সবুজায়নের লক্ষ্যে, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক সহ সমাজের সকল স্তরের মানুষ মেচাদা থেকে হলদিয়া সাইকেল র্যালি করে।’গ্ৰো গ্ৰীন’ নামে ওই কর্মসূচিতে শুধু পূর্ব মেদিনীপুর নয় হাওয়া,হুগলি সহ কলকাতার বেশ কিছু মানুষ অংশগ্রহণ করেন।এই র্যালির উদ্যোক্তা হলদিয়ার একটি পরিবেশ প্রেমী সংগঠন।ওই সংগঠনের সম্পাদক শ্রীযুক্ত মধূসুদন পড়ুয়া বলেন, শুধু গাছ লাগালে হবে না সারাবছর গাছের পরিচর্যা করতে হবে।প্রধানত মানুষ কে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ। বহু সংখ্যক ছাত্রছাত্রী আগ্ৰহ দেখাচ্ছে। এবং এই কর্মসূচিতে যোগ দান করেছে।তাই পরবর্তী দিনে পরিবেশ সচেতনতা নিয়ে একটি “এনভায়রনমেন্ট পার্লামেন্ট” গড়ে তোলা হবে।গ্ৰো গ্ৰীন কর্মসূচিতে মোট ১৫ টি সাইকেল,৫টি বাইক নিয়ে মেচাদা থেকে ও মহিষাদল-নন্দকুমার-চৈতন্যপুর হয়ে যাত্রা শেষ হয় হলদিয়ায়। রাস্তায় মানুষের উৎসাহ ছিল দেখার মতো। প্রত্যেক টা মোড়ে মোড়ে মানুষজন এগিয়ে এলো জল ও স্বল্প আহার সামগ্ৰী হাতে নিয়ে।এই নিখাদ আনন্দ উপভোগ করতে পেরে আমরা আরো উৎসাহিত হলাম।পরবর্তী সময়ে এর থেকে আরো বড়ো কিছু করে দেখানোর জন্য অঙ্গীকার করলাম।বলে জানান ওই সংগঠনের এক কর্মী মতিলাল দাস। আমরা ওদের এই অভিনব কর্মসূচি কে সাধুবাদ জানাই।