|
---|
মতিয়ার রহমান : গত শুক্রবার হলদিয়া সংবাদ পত্র আয়োজিত সারাদিন ব্যাপী হালকা শীতের মিষ্টি আবহাওয়ায় ১১ তম বিজয়া সম্মেলন ও কবি সম্মেলন হয়ে গেল হলদিয়া পৌরসভার প্রেস কর্ণারে। আমাদের রাজ্য ও প্রতিবেশী রাজ্য থেকেও দুশোর অধিক কবি, সংগীত শিল্পী, বাচিক শিল্পী, নৃত্যশিল্পীদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। এই একাদশ কবি সম্মেলনের উদ্বোধন করেন লন্ডনের বিশিষ্ট লেখক ও ফিলোসফার টিম বয়েলস। প্রাণবন্ত এই কবিতার জলসায় নিজেদের সৃষ্টি সুখের উল্লাসে কবিতা পরিবেশন করে আত্মতৃপ্ত হন কবিরা। এই আনন্দ যজ্ঞের অন্যতম প্রধান কাণ্ডারী দীপক পন্ডা,মিলি পন্ডা, মিশ্র, গীতশ্রী সাহা প্রমুখদের অসহ্য সুন্দর ব্যবস্থাপনা, আপ্যায়ন সকলের মনের মাঝে একটাই সুর বাজে”হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মত নাচেরে”! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সৈয়দ কওসর জামাল, চিত্রা লাহিড়ী,দীপক লাহিড়ী, মৃণাল কান্তি দাশ, দুরন্ত বিজলী প্রমুখদের কথা কবিতায় সমৃদ্ধ এই অনুষ্ঠানে প্রত্যেককেই শাল, মানপত্র , কভার ফাইল, সুদৃশ্য হাতে ঝোলা ব্যাগ ও সদ্য প্রকাশিত বিজয়া পত্রিকার একটি সংখ্যা উপহার হিসেবে তুলে দেয়া হয়। দিনভর চলা এই অনুষ্ঠানটি সন্ধ্যায় শেষ হয়। কবিতা পাঠের সাথে সাথে রসগোল্লা আর চাটনির পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আগামীর অপেক্ষায় পরিযায়ী পাখিদের ঘরে ফেরা।