“হ্যান” এর শীতবস্ত্র দান ভাদুড়িয়া এতিমখানায়

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ‘জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণপূত কর্মে’- এই আপ্তবাক্যকে পাথেয় করেই পথচলা শুরু করেছিল ‘মাটিয়া হিউম্যানিটি এ্যাসোসিয়েশান অফ নেশান (হ্যান)’ স্বেচ্ছাসেবী সংগঠন ৷ ২০০১ থেকে আজও সমাজসেবায় নিয়োজিত এই সংগঠন । অতিমারী এই করোনা পরিস্থিতিতেও ধারাবাহিকভাবে অসহায় মানুষজনের হাতে বিভিন্ন প্রকার সাহায্য তুলে দিচ্ছেন সংস্থার সদস্যরা । আজ সংস্থার পক্ষথেকে নতুন শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করা হল বাদুড়িয়া থানার অন্তর্গত ভাদুড়িয়া এতিমখানায় । নতুন শীতবস্ত্র হাতে পেয়ে স্বভাবতই উচ্ছসিত এতিমখানার অসহায় কচিকাঁচারা ।

    সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জানান, ‘তাঁদের এই সংগঠন ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে ।’ স্থানীয় সূত্রে জানা গেল, সংস্থার প্রধান কান্ডারী আব্দুল মাজিদ প্রকৃতপক্ষে একজন সমাজসেবী মানুষ । আগাগোড়াই এলাকার মানুষের আপদে বিপদে ধাঁপিয়ে পড়েন তিনি । আব্দুল মাজিদ নিজেও জানান, সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করার উদ্দেশ্যেই এই সংগঠন তৈরি করে ছিলেন তিনি । জনকল্যাণমুখী এই প্রতিষ্ঠানের মহানুভবতায় খুশি এলাকার মানুষজন ৷