জেলার হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন মালদায়

মালদা : পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের সহযোগিতায় জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় জেলার হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার।

    দুই দিনব্যাপী চলবে এই প্রদর্শনী। এদিন মালদা জেলা শিল্প কেন্দ্রর সভা কক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রায় ৯০ জন শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মুখ্য আধিকারিক শাশ্বতী সাহা, সহ অন্যান্যরা।জল রং ,তৈলচিত্র, হ্যান্ডিক্রাফট, শাড়ী প্রিন্টিং সহ শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত হয় এই প্রতিযোগিতায়। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় দুই দিনব্যাপী প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয় জেলা শিল্প কেন্দ্রের সভা কক্ষে। এখানে যারা প্রতিযোগিতায় স্থান পাবেন, তাদের শিল্পকলা পাঠানো হবে কলকাতায়। রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা।