|
---|
মহঃ সফিউল আলম ,বীরভূম: বীরভূম জেলার রাজনগর ব্লক ও চন্দ্রপুর থানার তাঁতিপাড়া অঞ্চলের মহিলা হস্ত শিল্পীরা হাতের রকমারী কাজের মাধ্যমে ক্রমে স্বনির্ভর হয়ে উঠছেন৷ সম্প্রতি বিদেশ তথা ডেনমার্ক থেকে আগত প্রতিনিধি ঘুরে দেখলেন মহিলাদের এই সব শিল্পকর্ম৷ জানা গিয়েছে, এগুলি দেখে তিনি মুগ্ধ৷ সন্তোষ প্রকাশও করেছেন তিনি৷ এই ভাবে এগিয়ে চললে ভবিষ্যতে এই মহিলা শিল্পীরা যে অনেকখানি উন্নতি করতে পারবেন তা বলাই যায়৷
রাজনগর ব্লক এর তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত ও জাগরণ ক্লাবের সম্মিলিত উদ্যোগে হস্ত শিল্পের মাধ্যমে মহিলাদের আত্ম নির্ভর করে তোলার প্রয়াস নেওয়া হয়৷ দেওয়া হয় কাঁথা স্টিচের প্রশিক্ষণ৷ কিছু শিল্পী ইতিমধ্যে কাজ শিখে অনেকটাই স্বনির্ভর৷ বাকিরা একই ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন৷ অতীতে বিদেশের প্রতিনিধিরা কাজ দেখে গিয়েছেন৷ দিয়েছেন প্রশিক্ষণও৷ এবারও ঘুরে গেলেন ডেনমার্ক থেকে আসা মহিলা প্রতিনিধি বডিল ফেবার৷ এক্ষেত্রে সহযোগিতা করে এহেড ইনিসিয়েটিভ নামক সংস্থা৷ উক্ত সংস্থার পদস্থ কর্তা সুমিত সান্ন্যাল জানান, এই ধরণের হস্ত শিল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক উন্নয়ন আরও বেশি করে যাতে করা যায় সেবিষয়ে ভাবা হচ্ছে৷ স্থানীয় রেজিস্টার্ড ক্লাব জাগরণ এর তরফে সমাজসেবী যুবক সোমনাথ দে সংবাদ মাধ্যমকে জানান, মহিলারা কাঁথা স্টিচের মতো হস্তশিল্পতে ক্রমশ পারদর্শী হয়ে উঠছে৷ বাসিন্দারা বলেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়ায় আমরাও খুশি৷ মহিলা শিল্পীদের বক্তব্য, ইতিমধ্যে আমরা অনেকে শিল্পের কাজে বেশ কিছুটা অগ্রসর হতে পেরেছি৷ নতুন করে শিখে আরও অনেকে আত্ম নির্ভর হওয়ার সুযোগ পাবেন৷ বিদেশ থেকে প্রতিনিধি এসে এগুলি দেখে গেলেন৷ আমাদের খুব ভাল লাগছে৷