হান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে মালদায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

সংবাদদাতা,নতুন গতি, মালদা : কৃতীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের খেলা দিবসকেও উৎসাহিত করল ‘‌এ হান্নান চ্যারিটেবল ট্রাস্ট’। ব্যতীক্রমী অনুষ্ঠান হয়ে গেল মালদার স্বাধীনতা দিবসের দিন। এরই মধ্যে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের উপস্থিতি এদিনের অনুষ্ঠান আরও উজ্জ্বল করে তুলেছিল। ছাত্রছাত্রীরা ভবিষ্যতের মেরুদন্ড। দেশকে এগিয়ে নিয়ে যাবে তারাই। পড়ুয়াদের অনুপ্রাণিত করে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‌ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন। পরবর্তীতে এই ছাত্র-ছাত্রীরাই আমাদের পরিবার, সমাজ এবং দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা অনুপ্রাণিত করতে পারি। এগিয়ে যাও তোমরা।’‌ বুধবার ‘‌এ হান্নান চ্যারিটেবল ট্রাস্ট’‌-‌এর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকাররের ‘‌খেলা দিবস’‌-‌কে সমাজে বেশি করে ছড়িয়ে দিতে খোলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন ক্লাবকে ফুটবল প্রদান করে তারা। এবং কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন সানাউল্লাহ মঞ্চে বসে চাঁদের হাট। সাংসদ সুখেন্দুশেখর রায় ছাড়াও হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার, প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি আশিস কুন্ডু, রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের সহ সচিব আসিফ ইকবাল প্রমুখ। ছিলেন আয়োজক ট্রাস্টের কর্ণধার আব্দুল হান্নান। কালিয়াচকের সুজাপুরের বাখরপুরের বাসিন্দা আবদুল হান্নান নিজের উদ্যোগে এরকম বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। এদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা, মেডিক্যাল এবং জয়েন্ট পরীক্ষায় স্থানাধিকারী এরকম ১৯ জন কৃতীকে সংবর্ধনা দেওয়া হয়।