রক্তের এলাইজা পরীক্ষণ যন্ত্রের শুভ উদ্বোধন বাদুড়িয়ায়

নাজিবুল্লাহ রহমানি, বাদুড়িয়াঃ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাদুড়িয়া পৌরসভার উদ্যোগে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে (রুদ্রপুর)রক্তের এলাইজা পরীক্ষণ যন্ত্রের শুভ উদ্বোধন হলো শুক্রবার। পতঙ্গ বাহিত রোগ মূলত নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেশিন, ফলে উত্তর ২৪ পরগনায় ছড়িয়ে-ছিটিয়ে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বেড়ে চলেছে এই মেশিন বসানোর ফলে দ্রুত ডেঙ্গু নির্ধারণ করা যাবে বলে মনে করছেন বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকরা।সেই সঙ্গে বসিরহাটের প্রাক্তন সাংসদ ইদ্রিস আলীর সাংসদ তহবিল থেকে বরাদ্দকৃত১০লক্ষ টাকার অধিক ব্যয়ে বাদুড়িয়া এলাকার সাধারন গরিব দুস্থ মানুষের সুবিধার্থে ইসিজি মেশিন বসানো হয়। শুক্রবার বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে এই জোড়া মেশিনের পরিষেবার উদ্বোধন হওয়ায় স্বভাবতই খুশি এলাকার সাধারণ গরিব দুস্থ খেটে খাওয়া মানুষ।

    এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদুড়িয়া পৌরসভার পৌর পিতা শ্রী তুষার সিংহ, বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিক ডাঃ মৃণাল কান্তি হালদার, বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন, বিডিও ত্রিভুবন নাথ, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, এছাড়াও বাদুড়িয়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আশিক বিল্লাহ সহ অন্যান্যরা।