শুভ উদ্বোধন হল আল-ইকরা শিল্পীগোষ্ঠীর নতুন শাখার

আসিফ রনি,নতুন গতি, মুর্শিদাবাদ: আল-ইকরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মুর্শিদাবাদের সুতি থানার রাতুরী গ্রামে আল-ইকরা শিল্পীগোষ্ঠী নতুন শাখা ‘আল-ইকরা শিল্পীগোষ্ঠী রাতুরী’র উদ্বোধন হল বৃহস্পতিবার ।

    আল-ইকরা শিল্পীগোষ্ঠী এটি একটি ইসলামিক সঙ্গীতের প্রতিস্ঠান। যেটি আল-ইকরা ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত। যেটির প্রধান পরিচালক ও প্রতিস্ঠাতা মোহাম্মদ সোহায়েল হোসেন । এই আল-ইকরা শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠানে দেশ ও দেশের বাইরে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা একসঙ্গে কাজ করে । তারই শাখা উদ্বোধন হলো মুর্শিদাবাদের রাতুরী গ্রামে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ইকরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মোহাম্মদ সোহায়েল হোসেন,আল-ইকরা শিল্পীগোস্ঠির নির্বাহী পরিচালক মাউলানা শাকিল সেখ রহমানী ও হাফিজ আকবর হোসেন সালাফী , আল-ইকরা শিল্পীগোস্ঠির প্রধান শিল্পী পরিচালক মাউলানা সোসিমুদ্দিন সেখ, শিল্পী হাফিজ নওসাদ, মারগুবুর রহমান, শিশু শিল্পী অহিদুর জামান ও সফিউর রহমান, ক্যামেরা পরিচালক মোহাম্মদ সাহাবুল হোসেন ও সহ ক্যামেরা পরিচালক আলামিন সেখ‌। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সামিউল্লা খান, মওলানা ইমরুল কায়েস, সাদ্দাম সেখ, আফজাল সেখ, মোহিপ সেখ, আজাহার সেখ, সালাফি সেখ, বরজাহান সেখ, আশরাফ খান, জয়াকুর সেখ ও মওলানা মুরসালিন সেখ প্রমুখ।

     

    এদিন রাতুরী শাখার প্রধান পরিচালক অসীম সেখ এর হাতে দায়িত্ব দিয়ে সার্টিফিকেট তুলে দেন মোহাম্মদ সোহায়েল হোসেন। এবং অসীম সেখ কে তার শাখার জন্য শুভকামনা ও অভিনন্দন জানাই আল-ইকরা পরিবার ।

     

    এদিনের প্রোগ্রাম পরিচালনা করেন আল-ইকরা শিল্পীগোষ্ঠী নির্বাহী পরিচালক মাউলানা শাকিল সেখ রহমানী ও সহযোগিতায় ছিলেন মাউলানা ইমরুল কায়েস।

    এদিনের প্রোগ্রামে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।