|
---|
নিজস্ব সংবাদদাতা :উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অসাধারণ সুন্দর সেই বিষয়ে আমরা জানি। সিকিম আসাম মেঘালয় মিজোরাম মনিপুর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। তবে ভারতের মধ্যে সবথেকে সুখী রাজ্য কিন্তু মিজোরাম। মিজোরামের প্রাকৃতিক সভা অপূর্ব। মিজোরামের রাজধানীর নাম আইজল। ছবির মত শহর আইজল। এখানে রয়েছে একাধিক দর্শনীয় স্থান, যেগুলি দেখে পর্যটকরা অত্যন্ত খুশি হবেন। রাতে জোনাকির মতো চকমক করে আইজল। পাহাড়ের খাজে খাজে ছোট ছোট বাড়ি গুলি অপূর্ব সুন্দর। আইজল একটি সাজানো গোছানো শহর। সীমান্তবর্তী রাজ্য হবার কারণে সিকিমের মত মিজোরামের বিভিন্ন প্রান্তে যেতে পারমিট লাগে। তবে পারমিট পেতে কোন অসুবিধা হয় না। কলকাতার মিজোরাম হাউস থেকে অনায়াসেই মিজোরামের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পারমিট পাওয়া যায়। আসাম পর্যন্তই আমাদের বেশিরভাগের ডেস্টিনেশন , আরেকটু এগুলেই মিজোরাম। অপূর্ব সুন্দর এই রাজ্যটি গরমের ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে।