হারানো মোবাইল ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিল গলসি থানা

আজিজুর রহমান,গলসি : হারিয়ে যাওয়া মোবাইল ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিল গলসি থানা। থানার ওসির এমন কাজে খুশি হয়েছেন মোবাইল হারানো কলেজছাত্রী জেসমিন সুলতানার বাবা সেখ মুজিবর। তিনি উত্তর গলসির বাসিন্দা। সেখ মুজিবর জানিয়েছেন, গত ৭ নভেম্বর দুপুরে তার মেয়ে জেসমিন কুবকুবা গ্রামে একটি অনুষ্ঠানবাড়িতে খেতে যান। সেখানে কোনোভাবে মোবাইলটি হারিয়ে যায়। এরপরই জেসমিন গলসি থানার ওসিকে ফোন করেন। ওসি তাদের একটি নিখোঁজ ডায়েরি করতে বলেন। তিনি মেয়েকে নিয়ে গলসি থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তদন্তে নেমে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ধরে খোঁজ শুরু করে। লোকেশন পেয়ে আস্করন গ্রামে পৌঁছান গলসি থানার সাব-ইন্সপেক্টর সুদীপ সিংহ। তিনি এলাকার তিনটি বাড়িতে গিয়ে মোবাইলটি থানায় ফিরিয়ে দেওয়ার কথা জানান। এরপরই মোবাইলটি একটি ঝোপের কাছে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে জানালে পুলিশ মোবাইলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর গতকাল জেসমিনের বাবার হাতে মোবাইলটি ফিরিয়ে দেয় পুলিশ।

    জেসমিনের বাবা সেখ মুজিবর বলেন, “আমার মেয়ে কয়েকবার থানার বড়বাবুকে ফোন করেছে। সোমবাবু আমাদের খুবই সাহায্য করেছেন। তাঁর জন্যই মেয়ে মোবাইলটি ফিরে পেয়েছে।” তিনি গলসি থানার ওসিকে ধন্যবাদ জানান।