|
---|
নিজস্ব সংবাদদাতা :স্টেজে গান করবার সময় হেনস্থার শিকার সুর সম্রাট অরিজিৎ সিং। তবে গান থামাননি। দর্শকদের জন্য শান্তভাবে সংগীত পরিবর্তন করেছেন। প্রসঙ্গত অরঙ্গাবাদে একটি অনুষ্ঠানের গান করছিলেন সুর সম্রাট অরিজিত সিং। চোখের সামনে তাঁকে দেখতে পেয়ে আবেগে ভেসে যায় অভিজিৎ অনুরাগীরা। একের পর এক গান করে হৃদয় জয় করে নেন অনুরাগীদের। হঠাৎ একজন তার হাত ধরে টানাটানি করেন। হাতে চোট পান অরিজিৎ, এমনকি হাত নাড়াতে পারছিলেন না। প্রচন্ড কষ্ট হচ্ছিল। এরপর তার হাতে একজন ব্যান্ডেজ বেধে দেন। সেই অবস্থাতেই শান্তভাবে গান পরিবর্তন করেন উপস্থিত দর্শকদের জন্য। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।