|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: রাঙ্গামাটি বীরভূমের আনাচে কানাচে শীতের শুরু থেকেই শেষ অবধি বহু মেলা বসে। মাঘ মাসের প্রথম দিন থেকেই মহাম্মদবাজার ব্লকের সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের দিঘলগ্রামে বসেছে ব্রহ্মদৈত্যি মেলা।
শুক্রবার হচ্ছে সেই মেলার শেষ দিন।এই মেলার বিশেষত্ব রয়েছে যে, এখানে বেশিরভাগ মাটির জিনিসপত্র বেচা-কেনা হয়, যা প্রায় ৬০-৬৫ বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে।মেলায় বিক্রি হয় ঘট,সরা,মালসা, পাতনা, হাঁড়ি,কলসী এমন নানান পোড়ামাটির গৃহস্থালি জিনিসপত্র।
বর্তমানে মাটির জিনিসপত্রের ব্যবহার কমে গেলেও এখনো অনেকে মাটির তৈরি জিনিস কেনার জন্য এই মেলায় আসেন। বিশেষ করে এই সরস্বতী পূজায় “সিজানো উৎসবে” ব্যবহৃত হয় মাটির জিনিসপত্র।
এক সাক্ষাৎকারে দীঘল গ্রাম ব্রর্হ্মদৈত্যি মেলা কমিটির সভাপতি তথা স্থানীয় প্রধান মোহাম্মদ রুসাই আলী উক্ত মেলার ইতিহাস বৃত্তান্ত তুলে ধরেন।