|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে আনল হুগলী গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা – দেড় বছর পর উদ্ধার নিখোঁজ কিশোরী।
১৫.১২.২০২৩ তারিখে চণ্ডীতলার বাসিন্দা জনৈকা, তার ১৫ বছর বয়সী কন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। সন্দেহ ছিল, কিশোরীকে অপহরণ করে অজানা স্থানে আটকে রাখা হয়েছে।
চণ্ডীতলা থানায় মামলা রুজু হয়। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেলেও মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির লোক হয়ে পড়ছিলো নিরাশ। কিন্তু না চণ্ডীতলা থানা আশা ছাড়েনি! দীর্ঘদিনের অনুসন্ধান, প্রযুক্তির কার্যকর ব্যবহার ও নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে আজ ২৮.০৫.২০২৫ তারিখে চণ্ডীতলা থানার পুলিশ দীর্ঘ দেড় বছর অতিবাহিত হবার পর নিখোঁজ কিশোরীকে সাফল্যের সঙ্গে উদ্ধার করতে সফল হয়েছে।