প্রার্থীদের হাত শক্ত করতে ২১ এপ্রিল থেকে মালদায় মমতার ছ’টি জনসভা,প্রস্তুতি তুঙ্গে

 

    নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,৮ এপ্রিল:সপ্তম ও অষ্টম দফায় মালদহে বারোটি আসনে ভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ‌হয়ে গেছে।বিভিন্ন দলের প্রার্থীরা রাজনৈতিক ময়দানে ভোটের লড়াইয়ে নেমে পড়েছে।তৃনমূল কংগ্রেস মালদায় ১২ টি আসনের মধ্যে ১২ টি আসন পাওয়ার দাবিদার হয়ে উঠেছে।চাঁচল-৪৫ নং বিধানসভার তৃনমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ ও হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার তৃনমূল প্রার্থী তজমুল হোসেনের সমর্থনে আগামী ২১ এপ্রিল মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রকুমার মৈত্র উপবাজার চত্বর তুলসীহাটা মার্কেটে এক জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জনসভার জায়গাটি পরিদর্শন করে গেছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রস্তুতি তুঙ্গে চলছে।

     

    দলীয় সূত্রে জানা গেছে মালদায় একটানা ছয়টি জনসভা করবেন মমতা ব্যানার্জি।২১ এপ্রিল তুসসীহাটা মার্কেটে প্রথম জনসভা।২০১৬ সালেও তজমুল হোসেনের সমর্থনে এই মার্কেটে জনসভা করতে এসেছিলেন মমতা ব্যানার্জি।তজমুল হোসেনকে নিজের স্নেহের প্রার্থী বলে ভোট দেওয়ার ‌আহ্ববান জানিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষকে।কংগ্রেস প্রার্থী মুস্তাক আলমের কাছে ১৭ হাজার ৮৫৭ ভোটে পরাজিত হয়।এবার এই দুই প্রার্থীর হাত শক্ত করতে এই জনসভা করবেন বলে দাবি তৃনমূলের।