বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ, জয়ের আশায় জোরদার প্রচার বিজেপির

 

    হরিশ্চন্দ্রপুর,৩১ মার্চ: বিজেপির উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বুধবার হরিশ্চন্দ্রপুর-৪৫ নং বিধানসভার বিজেপি প্রার্থী মহম্মদ মতিবুর রহমানের হাত ধরে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় এক শতাধিক কর্মী বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে দাবি বিজেপির।

     

    ভোটে মুখে বিজেপিতে যোগদান জয়ের আশা নিশ্চিত মনে করছে তারা।