হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

 

    মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা

    হরিশ্চন্দ্রপুর, ২৮ জুলাইঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ১৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, পঞ্চায়েত, হাসপাতাল প্রভৃতি দপ্তরে এক পক্ষ কাল ধরে দফায় দফায় “জল ধরো,জল ভরো ও জল বাঁচান, জীবন বাঁচান, পার্থেনিয়াম নিধন,ডেঙ্গু সচেতনতা, স্বচ্ছতা, অঙ্কন প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা প্রভৃতি কর্মসূচি ও অভিযান পালিত হল।এক পক্ষ কাল ধরে অংশ গ্রহণ কারি সরকারি সংস্থা ও সংগঠন গুলির মধ্য থেকে ব্লক আধিকারিকদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রথম স্থানাধিকারদের হাতে রবিবার পুরস্কার তুলেদেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু ও প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা তজমূল হোসেন , ব্লক সভাপতি কয়েল দাস ও ব্লক কর্মাধ্যক্ষ মঞ্জুর ইকবাল।

    এদিন কুশিদা উচ্চ বিদ্যালয়ের মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয় ।

    বিডিও অনির্বাণ বসু জানান,সর্বোত্তমের ভিত্তিতে বেস্ট জিপি ও ভিআরপি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, বেস্ট উচ্চ বিদ্যালয় হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, বেস্ট সিএফ হরিশ্চন্দ্রপুরের নির্মল রবি দাস,বেস্ট নোডাল সেখ নুর আলম অরফে নুর, বেস্ট সংঘ মহেন্দ্রপুর পথের পাঁচালী ও শান্তি মহিলা সংঘ ।
    অনুষ্ঠানটি সঞ্চালনের ভুমিকায় ছিলেন নুর ও সহযোগিতা ব্লক সক্রিয় কর্মী সাইদুল ইসলাম ও ব্লক আধিকারিক সুশান্ত পাল।