করোনা মোকাবিলায় এক মাসের বেতন দান করলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বুলবুল খান

 

    হরিশ্চন্দ্রপুর,২৬, মহ: নাজিম আক্তার: মার্চ:করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর আর্জি শুনেই রাজ্যের আপদকালীন রিলিফ ফান্ডে‌ এক মাসের বেতন দান করলেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রামের বাসিন্দা তথা হরিশ্চন্দ্রপুর-২ চক্রের দক্ষিণ মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক বুলবুল খান।

    বৃহস্পতিবার এক মাস বেতনের চেক তুলে দেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের বিডিও প্রীতম সাহার হাতে।

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা মালদা জেলার যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান বলেন,করোনা ভাইরাসের কারণে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সবকিছু।পুরো বিশ্বই স্থবির হয়ে পড়েছে। আতঙ্কে মানুষজন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে যেতে বাধ্য হচ্ছে। এতে করে মানুষের জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বিশ্বের বড় বড় তারকা,ক্রীড়া ব্যক্তিত্বরা এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমিও মানবসেবাই মমতা ব্যানার্জির আপদকালীন রিলিফ ফান্ডে এক মাসের বেতন দান করলাম। তার পাশাপাশি এদিন হরিশ্চন্দ্রপুর রুটি ব্যাংকেও কিছু টাকা তুলেদি।