মুক্তারি খাতুনের পর পনের দাবিতে হরিশ্চন্দ্রপুরে মা ও গর্ভের তিন মাসের শিশুকে হত্যা

 
হরিশ্চন্দ্রপুর,মহ নাজিম আক্তার,১৩ জানুয়ারি: দাবিমতো টাকা না পেয়ে বউকে হত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে।মৃতার নাম হাসিনা খাতুন(২২)।মৃতার বাবা তাজামুল সাই জানালেন গত তিন বছর আগে হরিশ্চন্দ্রপুরের সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ কলিমুদ্দিন এর সাথে সামাজিক মতে বিয়ে হয়েছিল।সে সময় জামাইয়ের দাবিমতো পন বাবদ ২লক্ষ ২৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল।বিয়ের কয়েকমাস পর থেকেই বিভিন্ন সময়ে মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হতো বলে অভিযোগ। টাকা না আনলে চলত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন। এছাড়াও তাকে কয়েকবার প্রাণে মারার চেষ্টাও করেছে বলে জানান।তা সত্ত্বেও হাসিনা সংসারের মায়া ভুলতে না পেরে হাল ধরেই ছিলেন।হাসিনা খাতুনের বাড়ির লোকেরা অভিযোগ করে জানান তার গর্ভে থাকা তিন মাসের শিশুটিকেও গর্ভের মধ্যে পরিবারের লোকেরা হত্যা করেছে বলে অভিযোগ করেন ।
গতকাল রাতে তার আরেক জামাই গাফফার আলী তাকে ফোন করে জানায় হাসিনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গিয়ে দেখি মেয়ে তার শোবার ঘরের খাটে মৃত অবস্থায় পরে আছে।তার গলায় অস্বাভাবিক কিছু চিহ্নও রয়েছে।নাক ও মুখে রক্ত জমাট বেঁধে আছে। এদিকে তিনি নিশ্চিত যে তার মেয়েকে খুন করা হয়েছে।এ বিষয়ে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার জামাই শেখ কলিম উদ্দিন ও তাদের পরিবারের লোকজনদের বিরুদ্ধে।
অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার থানার পুলিশ তদন্তে নেমেছে। হাসিনা খাতুনের শ্বশুর বাড়ির লোকেরা পলাতক।