লকডাউনে কর্মহীন ৪০০ জন দুস্থদের মধ্যে চাল ডাল,আলু বিলি করল সমাসেবী আসাদুজ্জামান ও তৃণমূল নেতা আবুল

 

    হরিশ্চন্দ্রপুর,২০ এপ্রিল, মহ: নাজিম আক্তার: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন।এরই জেরে সব থেকে বেশি সমস্যায় পরেছে দিন আনা দিন খওয়া মানুষেরা।বর্তমানে কাজ নেই তাদের কাছে। শুরু হয়েছে বাড়িতে অভাব-অনটন। অর্ধাহারে-অনাহারে কাটছে তাদের দিন।কারো বাড়িতে শুধু জল ফুটে ভাত ফোটে না।
    রেশন থেকে চাল,গম পেলেও তা দিয়ে পরিবারে অভাব মিটছে না।চোখ বুজে নিরবে কাঁদছে অসহায় পরিবার গুলি।

    এমত অবস্থায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা জিপির রাড়িয়াল গ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেস নেতা আবুল হুসেন আশরাফি‌ তার ঐকান্তিক প্রচেষ্টায় সোমবার রাড়িয়াল পূর্ব পাড়ায় দিন আনা দিন খাওয়া প্রায় ১৩০ জন অসহায় দুস্থ মানুষের হাতে চাল,ডাল, আলু সহ আরো অনান্য খাদ্য সামগ্রী তুলে দেন ।

    অপরদিকে সালালপুর গ্রামের আরো এক বিশিষ্ট সমাজসেবী আবদুজ্জামান সালালপুর গ্রামের প্রায় ২৫০ দুস্থ পরিবারের হাতে এইদিন খাদ্য সামগ্রী তুলে দেন

    এই প্রসঙ্গে আবদুজ্জান জানান, লকডাউনের জন্য স্তব্দ জনজীবন। বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া সাধরণ মানুষেরা এবং তাঁদের জন্য আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ইতি মধ্যে রাস্তায় নেমে তাঁদের পাশে দাড়িয়েছে এবং খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।

    সেই মতো সে তার সাধ্য মতো আজ ২৫০‌ জন অসহায়- দুস্থ মানুষের মধ্যে চাল,ডাল ও আলু বিলি করেন বলে জানান।