|
---|
হরিশ্চন্দ্রপুর,৮ ফেব্রুয়ারি,মহ: নাজিম আক্তার: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক গরু ব্যবসায়ীর।দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজ মোড়ে।তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।মৃতের নাম মনকশ আলি(৫২)। বাড়ি মালদা জেলার চাচল-২ নং ব্লকের চন্দ্রপাড়া রামপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়,এদিন মনকশ আলি সহ জালালপুর এলাকার আরো তিনজন গরু ব্যবসায়ী এক সঙ্গে সাপ্তাহিক কুমেদপুর হাট থেকে প্রায় চল্লিশটি গরু নিয়ে হেঁটে তুলসিহাটা হাটে আসছিল বলে জানান।চাচল গামী ৮১ নং জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজে ট্রাকের ধাক্কায় মৃত হয় ব্যবসায়ীর। মৃত্যুকে ঘিরে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পরলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃতদেহটি পুলিশ হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায়। রবিবার ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল নিয়ে যাবে বলে খবর।
ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।