আবার হরিশ্চন্দ্রপুরের কুশিদায় বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষ, আহত দুই

 

    হরিশ্চন্দ্রপুর,মহ:নাজিম আক্তার,১১ মার্চ: দুর্ঘটনার একদিন না একদিন কাটতেই আবার বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ,আহত দুই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা জিপির কুশিদাগামি রাজ্য সড়কে কুস্তরিয়া গ্রামে। আহত হয়েছে সরফরাজ আলম(২২) ও হজরত আলি(২৩)। উভয়ের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা জিপির ডাঙ্গিলা গ্রামে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে তড়িঘড়ি করে স্থানীয়রা দুই আহত ব্যক্তিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থা দেখে উভয়কে ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসা করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন বলে জানা যায়।
    হরিশ্চন্দ্রপুর এলাকায় বারেবারে দুর্ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    জানা যায় বুধবার কুশিদা কাপাইচন্ডী পেট্রোলপাম্পের নিকটে বেলা দশটা নাগাদ বাইকের সঙ্গে বুলেরোর সংঘর্ষে আহত হয় আরো দুই বাইক আরোহী। তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাঁদের সুস্থতা হয়ে উঠবার আগেই আবার কুশিদা এলাকায় একই রকম দুর্ঘটনাকে কেন্দ্র করে কুশিদা এলাকায় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনবহুল এলাকায় ট্রাফিক পুলিশের দাবি তুলেছে স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানা যায় দুই বাইক আরোহী তুলসিহাটা থেকে ডাঙ্গিলা গ্রামে বাড়ি ফিরছিল। অপরদিকে কুশিদা থেকে অন্য একটি বাইক তুলসিহাটা আসার পথে কুস্তরিয়া গ্রামে নিয়ন্ত্রণহীন ভাবে মুখোমুখি ধাক্কা মারে বলে স্থানীয়দের অনুমান।
    আহত হয়েছে সরফরাজ আলম(২২) হজরত আলি(২৩)। এখন তারা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়।

    ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।