হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ব্যাংকে চুরির চেষ্টা, এলাকায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর,৭ মার্চ,মহ: নাজিম আক্তার: তুলসিহাটা পুলিশ

 

    হরিশ্চন্দ্রপুর,৭ মার্চ,মহ: নাজিম আক্তার: তুলসিহাটা পুলিশ ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বে গভীর রাতে এক রাষ্ট্রীয়াত্ত্ব ব্যাংকে চুরির চেষ্টা। ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকে। তুলসিহাটা এলাকায় বারেবারে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চুরির ঘটনাটি তদন্ত শুরু করেছে।

    ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বদীপ নাথ জানান, ব্যাংকে ঢোকার প্রধান দরজার চারটি তালা ভেঙে দুষ্কৃতীরা ব্যাংকের ভিতরে ঢুকলেও কোনো কিছু চুরি করতে পারেনি বলে জানান।তিনি আরো জানান ব্যাংকের পিছনে নবনির্মিত বাড়ির সিঁড়ি বেয়ে দুষ্কৃতীরা ব্যাংকের উপর তলায় উঠেছে বলে অনুমান করা হচ্ছে। রোড দিয়ে তালা গুলিকে সজোরে আঘাত করে সে গুলোকে ভেঙে ফেলে ব্যাংকের মধ্যে প্রবেশ করেছে।

    তুলসিহাটা এলাকার স্থানীয় বাসিন্দা ঝুম্পা কর্মকার জানান, শনিবার সকালে বারান্দা ঝাড় দেওয়ার সময় নজরে পড়ে ব্যাংকের দরজা খোলা রয়েছে। প্রথমদিকে অনুমান করেন হয়তো ব্যাংক কর্মীরা দরজায় তালা দিতে ভুলে গেছে। স্থানীয় লোকদের ডেকে তা দেখালে চুরি বলে অনুমান করে। তারপর ব্যাংক কর্তৃপক্ষকে ফোন করে জানানো হয়।

    ব্যাংক গ্রাহক সুপ্রিয়া মজুমদার বলেন, বেশ কয়েক বছর ধরে তুলসিহাটা এলাকায় চুরির মতো ঘটনা বেড়েই চলেছে। এতে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় একটা আতঙ্কে থাকে। পুলিশ প্রশাসনের কাছে নজরদারি বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন।

    তুলসিহাটা এলাকার আরো এক এক স্থানীয় বাসিন্দা মহম্মদ ইউনুস জানান কয়েকদিন আগে তুলসিহাটা ভবানীপুর ব্রিজ মোড়ে এক বাইক শোরুমে চুরির পর আবার ব্যাংকে চুরি এনিয়ে এলাকার জনসাধারণ আতঙ্কে রয়েছে।

    হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, তুলসিহাটা বাসস্ট্যান্ডে রাত্রে সিভিক গার্ড থাকে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে দুষ্কৃতীরা চারটি তালা ভেঙে ব্যাংকের ভিতরে প্রবেশ করলো তা তাদের ভাবাচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান।