আসামের নদীতেও হড়পা বানের ঘটনা, তবে উদ্ধার সকলেই

নিজস্ব সংবাদদাতা : বুধবার দশমীর রাতের স্মৃতির কথা ভাবলে মন শিউরে ওঠে। জলপাইগুড়ির মাল নদীতে প্রতিমা নিরঞ্জন চলছিল দশমীর রাতে, নদীতে হড়পা বানে প্রতিমার সাথে ভেসে যায় অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়ে।

     

     

    একই রকম ঘটনা ঘটলো আসামের গাবরু নদীতে, দশমীর দিন চলছিল প্রথম নিরঞ্জন এর পর্ব, আচমকা নদীতে হারপা বান আসে। ভেসে যায় ১০ জন, তবে একটাই স্বস্তি ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।