|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: আজ কেন্দ্র–কৃষক বৈঠক, ফের কৃষকদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ল হরিয়ানা পুলিশ। আন্দোলনে সামিল হতে দলে দলে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন কৃষকরা। রেওয়ারি–আলওয়ার বর্ডারের কাছে তাঁদের বাধা দেয় পুলিশ। কৃষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই ধুন্ধুমার কাণ্ড বেধে যায় ওই এলাকায়। চাষিদের দিকে ছোড়া হয় কাঁদানে গ্যাস। সংবাদ সংস্থাকে রেওয়ারির পুলিশ আধিকারিক বলেন, ‘মাসানির কাছে তাঁদের আটকে দেওয়া হয়েছে।’ নভেম্বরে যখন পাঞ্জাব থেকে দলে দলে কৃষকরা রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন, তখন এভাবেই তাঁদের দিকে ছোড়া হয়েছিল জলকামান, কাঁদানে গ্যাস। তবে শেষপর্যন্ত আটকাতে পারেনি পুলিশ।
গতকাল পঞ্জাবের সাঙ্গরুর জেলাতেও বিক্ষিপ্ত ঘটনা ঘটে। কৃষকদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। জানা গেছে, বিজেপির দলীয় বৈঠকে গিয়ে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন কৃষকরা। আজ কেন্দ্রের সঙ্গে ফের আলোচনায় বসছেন কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা। ফসলের ন্যূনতম মূল্যকে আইনি বৈধতা এবং আইন প্রত্যাহারের বিষয়টি নিয়ে এদিন আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।