হাসনাবাদের বরুণহাট হাই স্কুলে নজরুলের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন

নিজস্ব সংবাদদাতা : নজরুল চর্চা কেন্দ্র, বারাসাতের সহায়তায় হাসনাবাদের বরুণহাট হাইস্কুলে (উ.মা) কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন হাসনাবাদের বি.ডি.ও অলিম্পিয়া ব্যানার্জী। তিনি অনুষ্ঠানে উদ্যোক্তাদের এই প্রয়াসকে অভিনন্দন জানিয়ে বর্তমান সময়ে কাজী নজরুল ইসলামের বাণী ও দর্শনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে ছাত্রছাত্রীদের তাঁর সম্প্রীতি সম্পর্কে অবহিত করেন। ছাত্রছাত্রীদের সামনে নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি শেখ কামাল উদ্দীন কবির সৃষ্টির বহুমুখীতা নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন। দীপিকা হালদার, মোনালী চ্যাটার্জী, আলিউর রহমান, আনিশা খাতুন প্রমুখ ছাত্রছাত্রীরা কবির লেখা গান ও কবিতা এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। নজরুল চর্চা কেন্দ্রের সাম্প্রতিক কাজকর্ম সম্পর্কে দর্শকদের জ্ঞাত করে ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক শাহজাহান মণ্ডল।