|
---|
সেখ সামসুদ্দিন, ১ জুলাইঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ চিকিৎসক দিবস তথা বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিবসে চালু করা হলো মেমারি গ্রামীণ হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিং। পূর্ব বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতাল, যা শুধু মেমারি শহর সহ ব্লক, জামালপুর, মন্তেশ্বর, হুগলীর পার্শ্ববর্তী এলাকার মানুষ নির্ভরশীল এই হাসপাতালের উপর। দীর্ঘদিনের দাবি ছিল হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতে হবে। শেষে কোভিড পরিস্থিতিতে কোভিড হাসপাতালের উদ্দেশ্যে নির্মিত হয় ১০০ শয্যা বিশিষ্ট এই ভবন। বর্তমানে কোভিডের প্রকোপ কম থাকায় নতুন ভবনটি সাধারণ হাসপাতাল হিসেবে চালু করা হল। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার ও মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, মেমারি থানার ওসি, ফায়ার অফিসার, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, বিএমওএইচ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন ভবন পেয়ে চালু হওয়ায় খুশি রোগীর পরিজনেরা সহ এলাকার মানুষ। আগামীতে উন্নতমানের পরিষেবা পাওয়া যাবে এই নবনির্মিত হাসপাতালে। নতুন বিল্ডিংয়ের উদ্বোধনের পর চিকিৎসক দিবস পালন করা হয়।