|
---|
ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পথসাথীর যাত্রী প্রতিক্ষালয়ের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম জিন্নাতুল্লা ফিরদোস (53)। সে মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতের কাছ থেকে 305 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য ৬০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে মালদা থেকে ওই ব্রাউন সুগার নিয়ে আসা হয়েছিল। সেই খবরের ভিত্তিতে শনিবার রাতে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।ওই ব্যক্তির সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের সন্দেহ ওই ব্যক্তির সাথে আরও কয়েকজন জড়িত আছে।পুলিশ গতকাল রাত্রে অভিযান চালায় ফুলবাড়িতেও।পুলিশ জানিয়েছে নেপালের একটি চক্র এই ব্রাউন সুগার পাচারের সাথে জড়িত।