|
---|
এমডি সালমান হেলাল : হাতিয়াড়া শরিফের উরুস মুবারক উপলক্ষে, হাতিয়াড়া মাজারে হুজুর সাহেবের সাথে সাক্ষাতকার এবং বি.এম.সি ১৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উরুসে আগত মানুষদের উদ্দেশ্যে পানীয় জলপানের সুবিধার্থে জলছত্রের ব্যবস্থা।
উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী মহাশয়,যিনি নিজে দাঁড়িয়ে থেকে উরুসে আগত মানুষদের মিস্টিমুখ ও জলপান করান । ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সিরাজুল হক বলেন হাতিয়ার আর মানুষের সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য সারাবছর বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে থাকেন সিরাজুল হক এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বগণ এবং কর্মীগণ।তাঁদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।