|
---|
এম.এ.সাত্তার, ২, জানুয়ারি : প্রতি বছরের মতো এ বছরও পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকা মেনে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় সপ্তাহ ব্যাপী স্টুডেন্টস উইক (শিক্ষার্থী সপ্তাহ )এর শুভ সূচনা হলো আজ ২, জানুয়ারি ২০২৫ ‘বুক ডে'(পুস্তক বিতরণ) এর মাধ্যমে।
মাদ্রাসার সম্পাদক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মন্ডলী ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই -পুস্তক তুলে দেন। সেই সঙ্গে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করবার জন্য উৎসাহ -প্রদান সহ সকলকে নতুন বছরের শুভ কামনা জানানো হয়।