|
---|
সেখ সামসুদ্দিন : ১ জানুয়ারি হাটপুকুর সংহতিপল্লী সানরাইজ ক্লাবের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্মরণে কল্পতরু উৎসব পালন করা হয়। এই উৎসব উপলক্ষে এখানে বিশেষ পূজা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন, শীতবস্ত্র প্রদান ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ ব্লক সহ-সভাপতি সন্দীপ পরামানিক, বাগিলা অঞ্চলের কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমরম, সানরাইজ ক্লাবের কোষাধ্যক্ষ শিশির বিশ্বাস সহ ক্লাবের সদস্যবৃন্দ। এদিন বিধায়ক শ্রীশ্রী রামকৃষ্ণদেব ও মা সারদার ছবিতে মাল্যদান করেন ও শীতবস্ত্র প্রদান করেন। এদিন কুড়ি জনকে শীতবস্ত্র প্রদান করা হয় বলে জানান শিশির বিশ্বাস।