|
---|
নিজস্ব সংবাদদাতা :ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি হওয়া যায় ভেবেছেন কখনও! কিন্তু এমনটাই ঘটেছে হুগলির শ্রীরামপুরের ত্রিপর্ণার সঙ্গে। সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানির দ্বারা আয়োজিত হয় দেশ ব্যাপি ঘুমোনোর কম্পিটিশন। টানা ১০০ দিন ৯ ঘণ্টা করে গভীর ঘুমে ঘুমিয়ে সেরা ঘুম কাতুরে উপাধি ত্রিপর্নার নামে। সঙ্গে পেয়েছেন নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার। ঘুমিয়ে ঘুমিয়েই নেটিজেনদের চর্চার বিষয় হয়েছেন দেশের সেরা ঘুম কাতুরে ত্রিপর্না।
ছোট থেকেই ঘুমকাতুরে ত্রিপর্ণার ঘুমের সঙ্গে রয়েছে নানান মজার কাহিনী। কখনও পরীক্ষার হলে, বোর্ড এক্সাম দিতে গিয়ে ঘুমিয়ে পড়া কিংবা ইন্টারভিউ বোর্ডে। ঘুমের সঙ্গে কখনওই আপোষ করেননি তিনি। ঘুমের কম্পিটিশনের কথা জানতে পারেন তিনি সোশ্যাল মিডিয়া মারফত । প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। তাদের মধ্যে বাকিদের পেছনে ফেলে সেরা ঘুম কাতুরে পুরস্কারের শিরোপায় ত্রিপর্ণার নাম।ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি হওয়া যায় ভেবেছেন কখনও! কিন্তু এমনটাই ঘটেছে হুগলির শ্রীরামপুরের ত্রিপর্ণার সঙ্গে। সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানির দ্বারা আয়োজিত হয় দেশ ব্যাপি ঘুমোনোর কম্পিটিশন। টানা ১০০ দিন ৯ ঘণ্টা করে গভীর ঘুমে ঘুমিয়ে সেরা ঘুম কাতুরে উপাধি ত্রিপর্নার নামে। সঙ্গে পেয়েছেন নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার। ঘুমিয়ে ঘুমিয়েই নেটিজেনদের চর্চার বিষয় হয়েছেন দেশের সেরা ঘুম কাতুরে ত্রিপর্না।
ছোট থেকেই ঘুমকাতুরে ত্রিপর্ণার ঘুমের সঙ্গে রয়েছে নানান মজার কাহিনী। কখনও পরীক্ষার হলে, বোর্ড এক্সাম দিতে গিয়ে ঘুমিয়ে পড়া কিংবা ইন্টারভিউ বোর্ডে। ঘুমের সঙ্গে কখনওই আপোষ করেননি তিনি। ঘুমের কম্পিটিশনের কথা জানতে পারেন তিনি সোশ্যাল মিডিয়া মারফত । প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। তাদের মধ্যে বাকিদের পেছনে ফেলে সেরা ঘুম কাতুরে পুরস্কারের শিরোপায় ত্রিপর্ণার নাম।সাক্ষাৎকারে ত্রিপর্না জানান, বর্তমানে তিনি একটি মার্কিন কোম্পানিতে কর্মরত। তাই তার সমস্ত কাজ রাত জেগে। রাতে কাজ করার ফলে তাকে দিনে ঘুমাতে হত। এই ১০০ দিন তার কাছে চ্যালেঞ্জে ছিল। টানা ১০০ দিনে ৯ ঘন্টা করে ঘুমিয়ে প্রথম হলেন তিনি। এই ঘুমের চ্যালেঞ্জ তাকে আবারও তার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে সাহায্য করেছে।