|
---|
নিজস্ব সংবাদদাতা : রেলের জমি থেকে হকারদের উচ্ছেদ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল স্টেশনের সামনে বিক্ষোভ মিছিল করতে দেখা গেল হকারদের। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন হুগলি-চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। মিছিলে ঝাঁটা হাতে প্রতিবাদে করতে দেখা যায় তাঁকে।রেলের জমিতে বহু বছর ধরে ছোট ছোট দোকান করে ব্যবসা করে আসছেন বেশ কিছু দোকানদার। প্রায় ৩০০ দোকান রয়েছে ব্যান্ডেল স্টেশনের বাইরে। চা, পান, মশলা, ফাস্টফুডের দোকান সহ একাধিক দোকান রয়েছে ওই জায়গায়। অধিকাংশ সময়ে রেলের আরপিএফ-দেরও খাবার সংগ্রহ বা অন্যান্য সামগ্রীর জন্য এই দোকানগুলোতেই আসতে হয়।এই দোকানগুলোই একমাত্র উপার্জনের পথ স্থানীয় ৩০০ পরিবারের। রেলের জমি থেকে যদি তাঁদের উচ্ছেদ করে দিতেই হয়, তাহলে তার আগে পুনর্বাসন দেওয়ার দাবি হকারদের। তাঁরা জানান, “দোকানগুলোর উপর নির্ভর করেই আমাদের পরিবারের রুজিরুটি চলে। দোকানগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। এমন অবস্থায় আগে আমাদের পুনর্বাসন দিতে হবে, তারপরে দোকান থেকে উচ্ছেদ করতে পারবেন।”এই বিষয়ে স্থানীয় বিধায়ক অসিত মজুমদার কেন্দ্রের বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, মমতা ব্যানার্জির সরকার প্রয়োজনে উচ্ছেদ করেছে কিন্তু তার আগে তাদেরকে পুনর্বাসন দিয়েছে। কোন রকম ভাবেই পুনর্বাসন ছাড়া ব্যান্ডেলের হকারদের সেখান থেকে উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তিনি আরও বলেন, যদি এখান থেকে হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে তাঁরা না খেতে পেয়ে মারা যাবে।
স্থানীয় একজন হকার বলেন, দীর্ঘকাল ধরে তিনি ব্যান্ডেল স্টেশনের বাইরে চা বিক্রি করছেন। এই করেই তাঁর বাড়িতে ছেলেমেয়েকে তিনি পড়াশোনা করান এবং পুরো সংসার চালান। যেদিন থেকে উচ্ছেদের কথা তাঁদেরকে জানানো হয়েছে, তবে থেকেই তাঁদের মাথায় হাত।