নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দেওয়ার অভিযোগ গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা : ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দেওয়ার অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের। গ্রেফতার অভিযুক্ত।  ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতয়ালি থানা এলাকার সুবর্ণবিহারের আমঘাটা এলাকায়। অভিযোগ, ১৩ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল প্রতিবেশী অনিল মণ্ডল। এরপর সেই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবার বিষয়টা জানতে পারে। নাবালিকার পরিবারের তরফে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই কোতোয়ালি থানার পুলিস ৬০ বছরের অভিযুক্তকে গ্রেফতার করে।

     

    স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা নাবালিকার বাবা-মা নেই। এক নিকট আত্মীয়ের বাড়িতে থাকে। অভিযুক্ত অনিল মণ্ডলও পাশের বাড়িতে একাই থাকত। অভিযোগ, গত ডিসেম্বর মাসে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। তবে মেয়েটি তখন কাউকে কিছু বলেনি। সম্প্রতি সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টা সামনে আসে।