|
---|
নিজস্ব সংবাদদাতা :তিনি দেখিয়ে দিলেন এখনো পযর্ন্ত 52নট্ আউট। হ্যা ফাইনাল ম্যাচটি প্রমান করতেই ধরে নিয়েছিলেন আমাদের শিলিগুড়ির পাপালি। ম্যাচের শুরুতে তিনি জানিয়েছিলেন ফাইনাল ম্যাচ তো, টেনশন থাকবেই তবে আমি চেষ্টা করব জানিয়েছিলেন তিনি। আজ শুরু থেকেই যেন তিনি অন্য মুডে ছিলেন,উইকেটের চারিদিকে ষ্ট্রোক মেরে খেলছিলেন। কোন সূযোগ না দিয়েই হাফ সেঞ্চুরি পূরন করে এগিয়ে যাচ্ছিলেন পাপালি অবশেষে 39 বলে 58রান করে আউট হয়ে পাপালি বুঝিয়ে দিলেন তিনি এখনো আছেন।বুঝিয়ে দিলেন জাতীয় নির্বাচকদের এবং বাংলার নির্বাচকদেরও। ঋদ্বিমান সাহা এখনো ম্যাচে আছেন আজ তার ব্যাটিং বুঝিয়ে দিয়ে গেল নির্বাচকদেরও। 38বছর বয়োসে যেভাবে আজ তিনি যেভাবে খেললেন তাতে শিলিগুড়িবাসী গর্ব করতেই পারে। তাই আউট হয়ে যাবার পরে ব্যাট উচিয়ে পাপলি বুঝিয়ে দিয়ে গেলেন তিনি চ্যালেঞ্জ নিতে পারেন।তাই তিনি আলাদা সবার থেকে। আজকে ঋদ্বির খেলা দেখতে তার পুরানো clubঅগ্রগামীতে ভীড় জমেছিল প্রচুর।