ইতালির ২ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ৩টি হাসপাতালে কোভিড মোকাবিলার সরঞ্জাম খতিয়ে দেখলেন ইতালিয় দূতাবাস প্রধান

নিজস্ব প্রতিনিধি-নতুন গতি , বীরভূম: ইতালির দুই স্বেচ্ছাসেবী সংস্থা ইনসিমে পার মানো এবং ইল সরিসো দেই পপোলি ভারতীয় দূতাবাসের সহায়তায় পশ্চিমবঙ্গ পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দপ্তর মারফত কোভিড মোকাবিলার সরঞ্জাম প্রদান করা হয় বীরভুমের বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দেওয়া হল ১৫ টি অক্সিজেন কনসেনট্রেটর । ইতালিয় কনসোল জেনারেল ডক্টর জিয়ানলুকা রুবাগত্তি হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মু ও রিওয়ার্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সদস্যা দেবারতি দাসকে নিয়ে এইসব সরঞ্জামগুলি খতিয়ে দেখেন। করোনার এই দ্বিতীয় ঢেউ রুখতে ইতালির দুই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সহযোগী ভারতের রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের উপস্থিতিতে সরঞ্জামগুলি খতিয়ে দেখার পর হাসপাতাল সুপারের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বোলপুর হাসপাতালের পাশাপাশি ব্যারাকপুর বি.এন. বোস হাসপাতাল ও পানিহাটি মহাকুমা হাসপাতালেও প্রদান করা কোভিড সরঞ্জাম। সেগুলিও খতিয়ে দেখেন ইতালিয় কনসোল জেনারেল। সেখানেও হাসপাতাল সুপারকে এর শুভেচ্ছা জানান কনসোল জেনারেল। বোলপুর হাসপাতালে উপস্থিত ছিলেন রিওয়ার্ড এর তরফে দেবারতি দাস, কাজল বাউরি ও খান আরশাদ। অপর দিকে উত্তর ২৪ পরগনার দুটি হাসপাতালেও দেওয়া হল অক্সিজেন কনসেনট্রেটর, মাল্টি চ্যানেল মনিটর ও মাস্ক।
ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য এবং পনিহাটি মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডক্টর শুভদীপ ব্যানার্জি ও রিওয়ার্ডের সদস্যা স্বপ্না বাল্মীকি। ইতালির এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার রাখী ব্যানার্জি ।