স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ২০১৯।

জাহির হোসেন মন্ডল, সোনারপুর। শিশু বিকাশ একাডেমী ও চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজ অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ২০১৯।

    স্বাস্থ্য মানব জীবনের সার্বাধিক মূল্যবান সম্পদ। আক্ষরিক অর্থে কথাটির গুরুত্ব উপলব্ধি করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ ও তার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য শিশু বিকাশ একাডেমী ও চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। কলকাতার স্বনামধন্য ডাক্তার বাবু এবং বিভিন্ন মেডিকেল সংস্থা দ্বারা পরিচালিত হয় এই শিবির।

    এখানে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন, মা ও শিশু রোগের চিকিৎসা, হার্টের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা ব্লাড গ্রুপ টেস্ট, ই সি জি, স্কুল পড়ুয়াদের থ্যালাসেমিয়া টেস্ট ও স্বাস্থ্য সচেতনতা সেমিনার (পরিবেশ ও থালাসেমিয়া সংক্রান্ত) কর্মসূচি সম্পন্ন হয়।

    সকাল ৮ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূত্রপাত হওয়া উক্ত আলোচনা সভা ও শিবিরে উপস্থিত ছিলেন, ডা: অরিন্দম বিশ্বাস, ডা: পংকজ কুমার সোনার, বিধায়ক সুজন চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী এম ডি শাহজাহান লস্কর, সম্পাদক মুন্সি আবুল কাশেম ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।