মুগবসান মুক্ত মঞ্চের অফিসে স্বাস্থ্য সচেতনতা শিবির

নতুন গতি নিউজ ডেস্কঃ কেশপুর ব্লকের স্বাস্থ্য নিয়ে কাজ করা অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা মুগবসান মুক্ত মঞ্চ। এই মঞ্চের ব্যাবস্থ্যাপনায় মঞ্চের অফিসে সঞ্জীবন নার্সিংহোমের উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন বলেন, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য মানুষের পরম সম্পদ । শারীরিক সুস্থতা অপেক্ষা সুখকর আর কিছুই হতে পারে না । যার শরীর ও মন সুস্থ এবং সবল সেই জীবনের সকল আনন্দ ও সুখভােগ করতে পারে । সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্যহীন ব্যক্তির নিকট জগৎ নরকতুল্য বােধ হয় এবং সংসার তার কাছে বিষময় হয়ে উঠে । এ কারণে যথার্থই বলা হয় , সুস্বাস্থ্যই সকল সুখের আধার ।তাই আজকের এই স্বাস্থ্য সচেতনতা শিবির। তিনি আরো জানান, স্বাস্থ্য সংক্রান্ত একটি চুক্তি হলো মুগবসান মুক্ত মঞ্চের সাথে সঞ্জীবন নার্সিংহোমের।

    আজ এই শিবিরে উপস্থিত ছিলেন সঞ্জীবন নার্সিংহোমের মার্কেটিং ম্যানেজার যোগেশ, মঞ্চের সম্পাদক আবুল কালাম আজাদ, সভাপতি কাজী মেহেমুদ, কোষাধ্যক্ষ সেখ কমরুদ্দিন সহ মঞ্চের সকল সদস্য ও গ্রামের বহু মানুষ। আজকের এই স্বাস্থ্য সচেতনতা শিবির নিয়ে উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করে।