লায়ন্সক্লাব ও তরুণ সংঘ ব‍্যায়ামাগারের উদ‍্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির।লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর সেন্ট্রাল ও তরুণ সংঘ ব্যায়ামাগারের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে শহীদ ক্ষুদিরাম বসু স্টাচুর নিকটবর্তী স্থানে একটি স্বাস্থ‍্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,রক্তের শর্করা ও রক্ত চাপ নির্ণয় করা হয়। পাশাপাশি পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয়।

     

    শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ রাজা ভকত, ডাঃ রাহুল ভকত , ডাঃ দেবব্রত চ্যাটার্জি, ডাঃ আলোকে ভট্টাচার্য, লায়ন জ্যোতিপ্রকাশ হড় ,লায়ন জয়িতা হড়, লায়ন তনু প্রকাশ দত্ত, লায়ন তপন ভকত, বিশ্বজিৎ সাউ প্রমুখ। তরুণ সংঘ ব্যায়ামাগারের সম্পাদক নন্দ দুলাল ভকতের তত্বাবধানে আয়োজক দুই সংগঠনের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচির সফল রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিন শিবিরে প্রায় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কর্মসূচি শেষে উদ‍্যোক্তাদের পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তপন ভকত।