অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা, গুণীজন সংবর্ধনা ও বস্ত্র সামগ্রী বিতরণ

অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা, গুণীজন সংবর্ধনা ও বস্ত্র সামগ্রী বিতরণ

    সংবাদদাতা, রাজারহাট: ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলা রাজারহাট থানা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির, গুণীজন সংবর্ধনা ও দুস্থদের মশারি সহ বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় রাজারহাটে।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জমিয়তে উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি পীরজাদা জনাব আলহাজ্ব মাওলানা মোঃ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব,ভকোষাধ্যক্ষ পীরজামাতা জনাব আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেব, বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, মাঝেরআইট দরবার শরীফের মুখ্য নির্দেশক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, উপপ্রধান সাইফুল ইসলাম, অনুষ্ঠানের আয়োজক ডাঃ কবীর আহমেদ, থানা কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ ।
    সংগঠনের সভাপতি ইমরান সিদ্দিকী জমিয়তে উলামায়ের কর্মকাণ্ড প্রসঙ্গে বলেন অরাজনৈতিক সংগঠন হিসেবে সারাবছর সাধারণ মানুষের পাশে বিপদে-আপদে দাঁড়ায়। বিধায়ক তাপস চ্যাটার্জি তার বক্তব্যে রাজারহাট থানা কমিটির প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন যেভাবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে জমিয়াতের কর্মীরা কাজ করে চলেছে তাতে যে কোনো সহযোগিতা প্রয়োজন পড়লে আমরা তাদের পাশে আছি বলে তিনি জানান। মাঝেরহাট দরবার শরীফের পীরজাদা একেএম ফারহাদ সাহেব বলেন ইসলাম শান্তির ধর্ম, নিজের ধর্মকে যোগ্য মর্যাদা দিয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা করা ইসলাম শিখিয়েছে আর সেই কাজ অত্যন্ত শৃংখল ভাবে করে চলেছে জমিয়তে উলামায়ে বাংলা। সম্প্রীতির বাংলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দের পরিবেশ বজায় রাখতে এবং মানুষকে সহযোগিতা করতে বছরের প্রতিটি সময় এই সংগঠনের কর্মীরা যেভাবে কাজ করে চলেছে তাকে আমরা সাধুবাদ জানাই বলে পীরজাদা ফারহাদ জানায়।