শিশুদের আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে প্রতিটি জেলাকে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর

মালদা- করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রবল। এই ঢেউয়ে সব থেকে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা, তাই আগে থেকেই প্রতিটি জেলাকে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গের জেলা গুলিতে তৈরী হবে পিকু। শুক্রবার মালদায় করোনা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে এমনটায় জানালেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়। তিনি জানান সেপ্টেম্বর মাসের শেষে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে, আমরা এখন থেকে প্রস্তুত হচ্ছি.ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলা গুলিতে পরিকাঠামো তৈরীর নির্দেশ দেওয়া হচ্ছে, প্রতিটি জেলায় 20 টি বেডের পিকু ওর্যাড তৈরী হবে।

    এছাড়াও করোনায় দ্বিতীয় ঢেউ এর মোকাবিলা করতে মালদা জেলার প্রতিটি হাসপাতালে ৫ টি করে করোনা বেড তৈরী করা হবে, মালদা মেডিকেলে আরো নতুন করে 150 টি বেড বাড়ানো হবে.মালদা জেলায় মোট 700 টি করোনা বেড তৈরী করা হবে.জেলায় আরো ১০ গুন সেফ হাউস বাড়ানো নির্দেশ দিয়েছেন ওএসডি।