সান হসপিটালের উদ্যোগে স্বাস্থ্য মেলা শুরু হলো পূর্ব-বর্ধমেনর টাউন হল ময়দানে

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    সান হসপিটালের উদ্যোগে স্বাস্থ্য মেলা শুরু হলো পূর্ব-বর্ধমেনর টাউন হল ময়দানে। স্বাস্থ্য মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মঞ্চে একটি উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠিত হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব-বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সাংসদ ড‌ঃ মমতাজ সংঘমিত্রা, পূর্ব-বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব-বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, পূর্ব-বর্ধমান পৌরসভার প্রাক্তন এম.সি.আই.সি খোকন দাস, সান হসপিটালের কর্ণধার সেখ আলাজহাল উদ্দিন সহ প্রমুখ। মেলায় প্রতিদিন রয়েছে ফ্রি হেলথ্ চেক আপ, মেডিসিন, চক্ষু, শিশু, স্ত্রীরোগ, চর্ম, ক্যানসার, হৃদরোগ , বক্ষরোগ, ফ্রি ইনভেস্টিগেশন- সুগার, গ্ৰুপ, HBA1C, BMB (হাড়ের ক্ষয় রোগ, বাতের পরীক্ষা), স্পাইরোমেট্রি, LFT, TSH, FIBROSCAN (লিভারের স্ক্যান), ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা। মেলায় বিশেষ আকর্ষণ ফ্রি হেলথ্ বেনিফিট্ কার্ড। প্রত্যেক পরিবারের ছয়জন সদস্যরা এই ফ্রি হেলথ্ বেনিফিট্ কার্ডের সুযোগ পাবেন। মেলায় প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ২৭ শে জানুয়ারী পর্যন্ত। এই মেলায় বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সান হসপিটালের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।