|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ শুক্র বার কিশোরী দিবস উদযাপন ও স্বাস্থ্যপুষ্টি ও বয়:সন্ধি কালীন সচেতনতা বিষয় নিয়ে বিশেষ অনুষ্ঠান করা হয় ডায়মন্ড হারবার ১নং ব্লকের বাসুলডাঙ্গা পঞ্চায়েত চাঁদা গ্রামের কিশোরীদের নিয়ে। পাশাপাশি এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন আরও সুদৃঢ় করতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
চাঁদা গ্রামের কিশোরীদের পক্ষ থেকে ডা: আকবর হোসেন কে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়।এই বিশেষ সচেতনা কর্মসূচি অনুষ্ঠানটি আয়োজন করেন সাবান পারভিন।এই বিশেষ সচেতনা কর্মসূচি অনুষ্ঠানটি আয়োজন করেন
এই বিশেষ সচেতনা কর্মসূচি অনুষ্ঠানটি আয়োজন করে সাবান পারভিন উপস্থিত ছিলেন ডা: আকবর হোসেন পঞ্চগ্রাম সাস্থ্য দপ্তর,এছাড়াও বিভিন্ন দপ্তর এর কর্মী সহ সকলের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।ডা: আকবর হোসেন তিনি বিশেষ ধন্যবাদ জানায় এই বিশেষ সচেতনা কর্মসূচি আয়োজন করার জন্য সাবানা পারভিন মোল্লাকে। এবং তিনি রাখি বন্ধন উৎসব ও বিশ্ব সৌভাতৃত্ত দিবসের দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানায়।