|
---|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়ি শহরের বিভিন্ন সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমে স্বারকলিপি প্রদান কংগ্রেসের। রীতিমত পুলিশের বাঁধার মুখে পড়তে হয় কংগ্রেসের নেতা কর্মীদের। শিলিগুড়ি শহরের বিভিন্ন সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমে স্মারক লিপি প্রদানের কর্মসূচি ছিল। কংগ্রেসের স্বারকলিপি প্রদান কর্মসূচিতে রীতিমতো পুলিশের বাধার মুখে পড়তে হয় কংগ্রেসের নেতা কর্মীদের। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পুরনিগম চত্বর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস নেতা কর্মীরা। উল্লেখ্য এই বিষয়ে জানা গেছে, শিলিগুড়ি শহরে পানীয় জল সমস্যা, রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক সমস্যা নিয়ে ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুলে এদিন শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ছিল কংগ্রেসের। তবে অভিযোগ উঠেছে স্মারকলিপি প্রদান করবার সময় বাধা দেয় পুলিশ। প্রধান গেটের সামনে আটকে দেওয়া হয় কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে কংগ্রেসের নেতৃত্বরা। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক। কিছুপরে পরিস্থিতি স্বাভাবিক হয়।