নেপালে ব্যাপক বৃষ্টিপাত, রাস্তায় ধস,ঝরনার জল পান করছেন পর্যটকরা

নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া দপ্তর থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ভুটান নেপাল সহ গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। সবচেয়ে কঠিন পরিস্থিতি নেপালে। নেপালের দারুণ বৃষ্টিপাত চলছে বিভিন্ন জায়গায়।

     

     

    শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে কম বেশি 15 টি জায়গায় রাস্তায় ধস নামার খবর পাওয়া গেছে। যান চলাচল ব্যাহত হয়ে রয়েছে, প্রচুর বাঙালি পর্যটক নেপালে গিয়েছিলেন, আটকে রয়েছেন প্রচুর বাঙালি পর্যটক। রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি সারি সারি দাঁড়িয়ে রয়েছে, খাদ্যের অভাব জলের অভাব দেখা দিয়েছে, বাধ্য হয়ে ঝর্ণার জলকে তৃষ্ণা নিবারণ করছেন পর্যটকরা। উদ্ধার কার্যবাহিনী জোর কদমে উদ্ধার কার্য শুরু করেছে। সোমবার সকাল থেকে উদ্ধার কার্য শুরু করা হয়েছে বলে জানা গেছে, ঐদিন বিকালে উদ্ধার কার্য খারাপ হওয়া জন্য ব্যর্থ হয়। পুনরায় মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকার্য শুরু হয়, পর্যটকদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতিও হতাহতের খবর পাওয়া যায়নি।