উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি আগামী তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ের জেলাগুলিতে

নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। আগামী তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে )। বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গেও (South Bengal)। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের জেলাগুলি। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Report)।সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৫° সেলসিয়াস

    সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৪° সেলসিয়াস

    আর্দ্রতা : ৮২%

    বাতাস : ১৩ কিমি/ঘন্টা

    মেঘে ঢাকা : ৮৯%

     

    আজকের আবহাওয়া : শহর কলকাতায় আজ মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি থেকে হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে মৌসম ভবন। তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। তাই প্রায় সারাদিনই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেই অনুমান করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই অঞ্চলগুলিতে।

     

    অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী প্রায় চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। এছাড়া ভারী বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতেও। অন্যদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

     

    আগামীকালের আবহাওয়া : বৃষ্টি বাড়তে চলেছে সারা বাংলাতেই। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। প্রবল বর্ষনে ভিজবে উত্তরবঙ্গও