|
---|
নিজস্ব সংবাদদাতা : রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকালেও বৃষ্টি থামার চিহ্ন নেই। ঘন কালো মেঘের চাদরে ঢাকা শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে দুর্বল হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে নাছোড় বৃষ্টি। সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃষ্টির জেরে কলকাতায় এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।
চলতি নিম্নচাপের দৌলতে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের ফলে বর্ষায় এ বছর বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে বলেই আশা করছেন আবহবিদরা। এ বছর নির্ধারিত সময়ের পরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছিল। তার পর ভারী বৃষ্টি সে ভাবে হয়নি কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।